ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৪ : জাতিসংঘের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে বড় ধরনের সংঘর্ষে নতুন করে কমপক্ষে ১ লক্ষ ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের সিরিয়া সঙ্কট বিষয়ক উপ আঞ্চলিক মানবাধিকার সমন্বয়কারী ডেভিড কার্ডেন ইদলিব সফর শেষে বার্তা এএফপি’কে এক বিবৃতিতে বলেছেন, ‘গত এক সপ্তাহ ধরে সিরিয়িার উত্তরাঞ্চলে তীব্র সংঘর্ষ চলছে।
এর ফলে ইদলিব ও উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে নতুন করে ১ লক্ষ ১৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত পাঁচ লাখ মানুষ মারা গেছেন। পরে আসাদ সরকার গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে ব্যাপক অভিযান শুরু করলে গৃহযুদ্ধের সূচনা হয়।
২০১৬ সালে বিদ্রোহীদের ওই শহর থেকে তাড়িয়ে দিয়েছিলো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী। এরপর থেকে গৃহযুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই বিদ্রোহীদের বড় লড়াই।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/