• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

Reporter Name / ৮৬ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবীতে ভারত অভ্যন্তরে বিক্ষোভ সমাবেশের কারনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পৌনে এক ঘন্টা বন্ধের পর পুনরায় দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় পুনরায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি বানিজ্য শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টায় ভারতের জাতীয় কংগ্রেস দিনাজপুর জেলা শাখা ও শ্রমিক সংগঠন (ইনটাক) যৌথভাবে ভারত অভ্যন্তরে সড়ক বেরিকেট দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এতে করে বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায়।

এসময় তারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, ইসকন নেতা চিন্ময় কৃষ্ন দাশ এর গ্রেফতার এর প্রতিবাদ ও মুক্তির দাবী জানান। তাদের এসব দাবী পুরন না হলে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধের হুমকি দেন।

পরবর্তীতে তারা বিক্ষোভ সমাবেশ করলে সড়ক থেকে বেরিকেট সরিয়ে নেয় বিএসএফ। এর পুনরায় বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, বিভিন্ন দাবীতে ভারত অভ্যন্তরে কংগ্রেস মিছিল মিটিং করে। যার কারনে বন্দর দিয়ে পৌনে এক ঘন্টা আমদানি রফতানি বন্ধ ছিল। পরবর্তীতে তাদের সমাবেশ শেষ হলে আবারো বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য শুরু হয়েছে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

2 responses to “বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু”

  1. Pendik su kaçağı tespiti Sorunsuz İletişim: Telefonla tüm süreci kolayca koordine ettik. https://social.contadordeinscritos.xyz/ustaelektrikci

  2. Maltepe su kaçağı tespiti Makul Fiyatlar: Bu kadar kaliteli bir hizmetin uygun fiyatlarla sunulması gerçekten şaşırtıcıydı. Tüm ekibe teşekkürler! https://tonesbox.com/ustaelektrikci

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com