হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “নারী কন্যা সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার হরিপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) হরিপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচীর আয়োজন করে।
প্রথমে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সেলিম রেজা তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রমিজ উদ্দিন, হরিপুর প্রেসক্লাবের সভাপতি আল-মামুন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুশা, সাংবাদিক রাগিব আহসান রাজু ও সুজন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রিয়্যাক্টস- ইন প্রজেক্ট অফিসার রুমা বেগম, উক্ত অনুষ্ঠানে শিক্ষা ও কর্মজীবনে বিশেষ ভূমিকা রাখার জন্য জয়ীতা পুরস্কার পান রিয়্যাক্টস- ইন প্রকল্পে কর্মরত কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা: সুমি ও ফাতেমা খাতুন।
গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (জি এ সি) এর অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর রিয়্যাক্টস-ইন প্রজেক্টের আওতায় একই কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিরোধ পক্ষ পালন করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/