খুলনা ব্যুরোঃ খুলনার কয়রায় যৌথ অভিযান পরিচালনা করে একটি দোনালা পাইপ গান উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা, নৌ বাহিনী ও পুলিশ এর সমন্বয়ে কয়রা থানাধীন গাবুরা ইউনিয়নের ঘাগরামারি সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকার একটি মাছের ঘেরের মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়।
এ সময় অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। দুষ্কৃতিকারীরা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় নাশকতা সৃষ্টি করতো বলে জানা যায়।
জব্দকৃত অবৈধ অস্ত্র বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্থান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় কোষ্টগার্ড।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/