খুলনা ব্যুরো : খুলনায় অপহরণ ও ধর্ষণে সহযোগিতা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক রাকিবুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।
সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে কড়া নিরাপত্তা প্রহরায় কারাগার থেকে আদালতে নেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। রিমান্ড মঞ্জুরের পর তাকে আবারও কড়া নিরাপত্তা প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
আইনজীবীরা জানান, বিয়ে করার কথা বলে ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়া এক তরুণিকে ধর্ষণ করেন। গত ২৭ জানুয়ারি রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ জানুয়ারি বিকাল ৫টায় হাসপাতাল চত্বর থেকে সবার সামনে তাকে অপহরণ করে নিয়ে যায় এজাজের সহযোগীরা।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদি হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা করেন। গত ৬ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ন চন্দ্রকে আটক করেছিল বিজিবি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/