খুলনা ব্যুরোঃ বাগেরহাটের রামপাল বিদ্যুৎ প্লান্টের পাচার হওয়া মালামাল উদ্ধার করেছে যৌথবাহিনী, এ নিয়ে চলছে চুকোচুরি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সুখদাড়া বাস স্ট্যান্ড ( কাটাখালি মহিষ খামারের কাছে) সংলগ্ন মার্কেট থেকে উদ্বার করে।
গোয়েন্দা শাখার কর্মকর্তা সার্জেন্ট আনিস জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে সুখদাড়া বাস স্ট্যান্ড (কাটাখালি মহিষ খামারের কাছে) সংলগ্ন মার্কেট থেকে বিভিন্ন যন্ত্রাংশ ও লৌহজাত মালামাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা বলে জানায়।
এলাকাবাসী জানায় হালিম সরদার দীর্ঘদিন ধরে এ মাল পাচার করে বিক্রি করে আসছিল। জব্দকৃত মালের পরিমান ৩০ থেকে ৪০ টন হবে। এর মধ্যে ৬-৭ টন মাল থানায় নিলেও রাতে হালিমের লোক মাল সরিয়ে নেয়ার চেষ্টা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, পুলিশ পাচাকারীকে পলাতক দেখালেও তার সাথে গোপন যোগাযোগ আছে। তারা কিছু মাল জব্দ দেখিয়ে বাকিটা পাচারের করছে। তবে এ বিষটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃস্টি করেছে।
এ বিষয়ে ফকির হাট থানার দারোগা আশিক জানান, জব্দকৃত মালামালের কিছুটা থানায় নেওয়া হচ্ছে। মালামালের পরিমান জানতে চাইলে তিনি জনান ১২-১৪ টন হবে ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/