ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদের স্মরণে আলোক প্রজ্বলন, গানে-কবিতায় সূর্য্য সনতানদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) এ আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।
সন্ধ্যায় উদীচী জেলা কার্যালয় থেকে মুক্তির গান গেয়ে একটি আলোর মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। শহীদ মিনার বেদিতে শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোক প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে “মুক্তির মন্দির সোপানতলে’, “দাম দিয়ে কিনেছি বাংলা” গান এবং কবিতা আবৃত্তির করে সূর্য্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাতিত্বে স্মৃতিচারণ করেন, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,সহসভাপতি অমল টিক্কু, সিপিবি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী আনোয়ার হোসেন, তেল-ঘ্যাস-খনিজ সম্পদ রক্ষা জেলা কমিটির সদস্য সচিব মাহাবুব রুবেল প্রমূখ।
বক্তারা, ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে জাতীর সূর্য্য সন্তানদের অবদান ও আত্মত্যাগের তাৎপর্য তুরে ধরেন।
বক্তারা আরো বলেন একাত্তরের বুদ্ধিজীবী নিধন এখনো থেমে নেই , এখেনো মুক্তমনা ব্লগার, লেখক-সাহিত্যিকদের নানান ভাবে লাঞ্চিত করা হচ্ছে এবং কন্ঠরুদ্ধ করার চেষ্টা করছে প্রতিক্রীয়াশীল গোষ্ঠী কখনো কখনো রাষ্ট্রীয় ভাবে।
এটি মহান মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের গণঅভ্যুত্থান কোটিতেই প্রত্যাশা ছিলো না। সবাইকে শতর্ক থাকার আহবান জানান এবং মুক্তবুদ্ধি-মুক্তচিন্তার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রসহ সকলের ভূমিকা প্রত্যাশা করেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/