ঠাকুরগাঁও প্রতিনিধি : “প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ে “বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তিতে সহযোগিতার লক্ষ্যে” এক আলোচনা সভা ও প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওয়েল ফেয়ার সেন্টারের উদ্যোগে এবং ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইসরাত ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক (ঠাকুরগাঁও) আতাউর রহমান, কাউন্সিলর হাবিবুর রহমান, কামাল হোসেন, আব্দুর রবসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ঠাকুরগাঁও ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোর্শেদুল আলম।
সভায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য “রেইজ প্রকল্পের ভূমিকা” বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। রেইজ প্রকল্পের মাধ্যমে প্রত্যাগত অভিবাসীদের আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ পেতে করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথিা প্রত্যাগত অভিবাসী কর্মীদের আর্থিক পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের জন্য প্রদেয় সেবাসমূহের মধ্যে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক, ওয়েজ আর্নার্স সেন্টার, শিক্ষা কার্যক্রম, বীমা কার্যক্রম, প্রতিবন্ধী ভাতা, আহস ও অসুস্থ কর্মীদের সহায়তা , প্রবাসে মৃত কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা, মৃতদেহ দেশে আনয়নসহ বিভিন্ন সেবা প্রদানের বিষয়ে অবহিত করা হয়।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/