পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে গোটা শহরে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থকবৃন্দ অনতিবিলম্বে জুলাই প্রেরনার ঘোষনা পত্র প্রকাশের জন্য লিফলেট বিতরন করেছে।
লিফলেটটিতে জুলাই বিপ্লবের বেশ কিছু দাবিসহ সাতটি উল্লেখযোগ্য এবং যৌক্তিক প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
এসব হচ্ছে, জুলাই অভ্যুত্মানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামুল্যে চিকিৎসা প্রদান,ঘোষণা পত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বের পরিস্কার উল্লেখ,অভ্যুত্মানে খুনি সরকার ও তার দোসরদের বিচার নিশ্চিতকরন,৪৭ ৭১ ও ২০২৪ সালের গনঅভ্যুত্থানের পরিস্কার ধারাবাহিকতার স্পষ্ট করন,ফ্যাসিবাদীদের সংবিধান বাতিল করে গণপরিষদের মাধ্যমে গনতান্ত্রিক সংবিধান প্রনয়ন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে বৈষম্য নিরসন পূর্বক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ব্যবস্হা করন সহ ৫৩ বছরের জুলুম শোষন ও বৈষম্য নিরসনের দাবি করা হয়েছে।
লিফলেট বিতরনের কর্মসুচীতে নেতৃত্ব দেন নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্বতীপুর ফুলবাড়ি প্রতিনিধি তারিকুল ইসলাম। তার সাথের অন্যান্নরা হলেন,ফাহান আক্তার আরিক,আব্দুর রহমান তাসিন,শরীফুল,তামিম,তাছের,হৃদয়,শব্দ,মেঘলা,ফারহানা ও শিরিন প্রমূখ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/