ঠাকুরগাঁও প্রতিনিধি: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, গণঅভ্যুত্থানের গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন ও ঢাকাসহ সারাদেশে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদী সমাবেশ ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশনেন গণতান্ত্রিক অধিকার আন্দোলনসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন, ঠাকুরগাঁও জেলা শাখার জীতেন তির্কী, আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ডমিনিক তিগ্যা, ওঁরাও সংঘের সাধারণ সম্পাদক মাইকেল মিন্জ, গণতান্ত্রিক অধিকার আন্দোলনের নেতা মাহাবুব আলম রুবেল, জেলা উদীচী’র রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়ন নেতা রিংকু রায় প্রমুখ।
সমাবেশে বক্তব্যরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পাহাড় ও সমতলের আদিবাসীদের অংশগ্রহণ ছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসকের পতন হলেও আদিবাসীদের অবস্থার অবসান ঘটেনি। গণঅভ্যুত্থান পরবর্তী আদিবাসীরা মর্মান্তিক হত্যাকান্ডের শিকার হয়েছে। আদিবাসীদের বাড়ি-ঘর দোকান পাটসহ বৌদ্ধবিহারে ভাংচুড় ও অগ্নিসংযোগ ঘটনা ঘটছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ সকল অধিকার নিশ্চিত করাসহ ৪ দফা দাবী তুলে ধরেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/