হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭ মেয়াদের) নির্বাচনে পরিচালনা পরিষদের গ্রæপ এ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক পদে নির্বাচিত হয়েছেন হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্য স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩ জানুয়ারি দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট আশফাক আহমেদ, সদস্য অশোক কুমার কুন্ডু ও গোলাম নবী দুলাল স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছে। দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৭ মেয়াদে) পরিচালনা পরিষদের পরিচালক পদে মনোনয়ন পত্র দাখিলের পরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংবিধানের ২০(ক) ধারা মতে ‘”গ্রুপ এ্যাসোসিয়েশন” ক্যাটাগরিতে পরিচালক হিসেবে ‘হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের’ প্রতিনিধি (সভাপতি) সাখাওয়াত হোসেন শিল্পী কে নির্বাচিত ঘোষণা করা হয়। সাখাওয়াত হোসেন শিল্পীর ভোটার নম্বর ০১।
এছাড়াও পত্রে “সহযোগী” ক্যাটাগরিতে পরিচালক হিসেবে ‘সাউথ এশিয়া ইন্সুইরেন্স কোং লিঃ’ এর প্রতিনিধি শামীম কবির অপু। ভোটার নম্বর ১৫ এবং “টাউন এ্যাসোসিয়শন” ক্যাটাগরিতে ‘বীরগঞ্জ এ্যাসোসিয়েশন অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির’ প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম রিজু কে পরিচালনা পরিষদের পরিচালক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
জানা গেছে, গত ৮ জানুয়ারি ২০২৫ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১টি পদের বিপরিতে ১টি প্যানেলসহ মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে মোট পদের সংখ্যা ১৮ জন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/