ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৪ আগষ্টের ত্রাস “রামদা জ্যোতি” অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে।
জানা গেছে, আটক জ্যোতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগষ্ট ছাত্র আন্দোলন দমনে যুবলীগের সন্ত্রাসীদের সাথে প্রকাশ্য দিবালোকে রামদা নিয়ে ছাত্র জনতার উপর হামলা চালায়।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আজ গভীর রাতে তাকে আটক করে বলে সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মিডিয়াকে নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে আটক “রামদা জ্যোতি” শহরের আশ্রমপাড়া এলাকার মুক্তিযোদ্ধা ও নাট্যজন রুপকুমার গুহ ঠাকুরতার সন্তান।
জ্যোতি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করে চাকুরীচ্যুত হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জুলাই আন্দোলন দমনে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের ছত্রছায়ায় আন্দোলনের সাথে সম্পৃক্তদের দমনে জেলা যুবলীগের পেটোয়া বাহিনীর হয়ে জ্যোতি খালি গায়ে রামদা হাতে নিরিহ ছাত্রদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আটক জ্যোতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/