ঠাকুরগাঁও প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তথ্য সংগ্রহ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার (৫ আগষ্ট) বিকালে ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ায় তথ্য সংগ্রহ করতে গেলে এই হামলার শিকার হন।
আহত সাংবাদিকরা হলেন-ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সহ- সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু , জিটিভির জেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম ভূট্টো ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি খোদা বকস ডাবলু।
জানা গেছে, ঠাকুরগাঁও সরকারি কলেজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে সংঘর্ষ বাধে এমন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ছুটে গেলে সেখানে ছাত্রলীগ ও যুবলীগের বাহিনী রামদা, লোহার রড় দিয়ে হামলা চালায় এবং সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং মটরবাইক ভাংচুর করে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের মনসুর আলী বলেন আমাদের কয়েজন সাংবাদিকের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর জখম করে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্ট্রান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।
আর/মিলন
https://slotbet.online/