• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে শ্রমিকদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হিলিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাঝে বিনামুল্যে ক্রস জাতের বকনা বিতরণ ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া শিশু উদ্ধার না হওয়ায় ছাত্র-জনতার প্রতিবাদ  ঠাকুরগাঁওয়ে জিংক ধান ও গমের চাষাবাদ বিস্তার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল ঠাকুরগাঁওয়ে এতিম শিশুরা পেলেন ঈদ উপহার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ে আড়াই মাসের বাচ্চা চুরি জিংক সমৃদ্ধ ধান, গম ও অন্যান্য ফসলের বিস্তার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

হাকিমপুরে তৌহিদী জনতার বাঁধার মুখে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমিলা প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ৯ দিন পর বাওনা অস্থায়ী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টায় বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অস্থায়ী মাঠটি চতুর্থ পাশে ডেকোরেটর লাল, নীল ও হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছে। প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য দুপুরের পর থেকে আশপাশের গ্রামের শতশত ফুটবল প্রেমী নারী ও পুরুষের উপছে পড়া ভিড়। খেলার মাঠে প্রবেশ ফি করা হয়েছে ৫০ টাকা।

খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর বনাম রংপুর নারী ফুটবল দল। দিনাজপুর দলের গোলকিপার স্বপ্না ও রংপুর দলের গোলকিপার শাম্মি (আশা)।

এছাড়াও রত্না, ইননিমা, তিশা, সেতু, মোসলেমা, দুলালি, বৃষ্টি সহ আরও অনেক খেলোয়াড়। খেলায় আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।

আজকের খেলার উদ্বোধন করেন স্থানীয় মহিলা মনোয়ার বেগম। রংপুর নারী ফুটবল দল ১-০ গোলে দিনাজপুর নারী ফুটবল দলকে পরাজিত করে।

রংপুর দলের খেলোয়াড় বলেন, আমরা খুশি আজ এখানে আমরা খেলতে পাড়ছি। গত ২৮ জানুয়ারি এই মাঠে খেলা ছিলো কিন্তু স্থানীয় তৌহিদী জনতার বাঁধার মুখে সেই খেলা খেলতে পারি নাই।

দিনাজপুরের খেলোয়াড় বলেন, আমাদের প্রধান উপদেষ্টার বিবৃতির পরে আজ এই মাঠে খেলতে পারছি। অনেক দর্শক আমাদের সাপোর্ট দিয়েছেন। আমরা খুব খুশি।

আহবায়ক বখতিয়ার আহমেদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাড়তি আনন্দ দেওয়ার জন্য এই অস্থায়ী মাঠে প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারী দিনাজপুরের হিলিতে বাওনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদী জনতার সংঘর্ষ বাঁধে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

2 responses to “হাকিমপুরে তৌহিদী জনতার বাঁধার মুখে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত”

  1. Freespin bonusları rehber 2024 💎 Hemen Başlayın, FreeSpin ile Kazancınızı Yükseltmek İçin Yüksek Ödülleri Kazanın! https://kusadasi-bayans9.escortlariniz.com/

  2. Türkiye ™de slot oyunlarında büyük kazanç 🎰 FreeSpin ile Yüksek Ödülleri Kazanmak İçin Çarkı Çevir, Kazancını Yükselt! https://kusadasi-bayans10.citiescort.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com