হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাওয়ের হরিপুরের মশানগাঁও গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে ।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার সময় মোজ্জামেল হকের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তোফিলউদ্দীন ও সোহাগের ঘর বাড়িতে।
পরে স্থানীয়রা দ্রুত ছুটে এলে আগুন নেভানোর আগেই ঘরের ভিতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হরিপুর সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আনুমানিক ১০ থেকে ১২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হরিপুর উপজেলা নিবার্হী অফিসার আরিফুজ্জামান বলেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল, শুকনো খাবার ও নগদ ৫ হাজার টাকা প্রদান করে প্রদান করা হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/