• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে শ্রমিকদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হিলিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাঝে বিনামুল্যে ক্রস জাতের বকনা বিতরণ ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া শিশু উদ্ধার না হওয়ায় ছাত্র-জনতার প্রতিবাদ  ঠাকুরগাঁওয়ে জিংক ধান ও গমের চাষাবাদ বিস্তার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল ঠাকুরগাঁওয়ে এতিম শিশুরা পেলেন ঈদ উপহার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ে আড়াই মাসের বাচ্চা চুরি জিংক সমৃদ্ধ ধান, গম ও অন্যান্য ফসলের বিস্তার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএনপি নেতার অপকর্ম ফাঁস করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

টাঙ্গন ডেস্ক : অপকর্ম ফাঁস করায় দৈনিক দেশবাংলা প্রত্রিকার ঠাকুরগাও প্রতিনিধি সংবাদকর্মী মামুন অর রশীদ মামুনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা জুবাইদুর রহমানসহ তার বাহিনীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারেে এ ঘটনা ঘটে ৷ পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়  ৷

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যায় আখানগর বাজারে চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পর আখানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জবাইদুর চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালায় মামুনের ওপর ৷ কোন কিছু বোঝার আগে হামলাকারীরা তাকে বেধরক মারপিট করতে থাকে এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে। এক পর্যায়ে তার অন্ডকোষে লাথি মারলে সে মাটিতে নুয়ে পরে ৷ সন্ত্রাসী কায়দায় এই বর্বরতা চালায় তারা।

এমন ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয় সংবাদকর্মী, সুধী সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে ৷ ঠাকুরগাঁও পৌর শহরের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন আমাদের নেতাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। লাগাম ছাড়াই চলছে বিএনপি। এমন চিত্র গোটা জেলায় বলে জানান তিনি।

আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, কয়েক মাস আগে তাকে নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম ৷ সে প্রায় মুঠোফোনে আমাকে হুমকি দিতো। আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে তার বাহিনী নিয়ে আমার উপর হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে না আসলে প্রাণে মেরে ফেলতো ৷ আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি৷

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা জুবাইদুর হামলার ঘটনা শিকার করে বলেন, সে আমাকে নিয়ে একটা লেখা লিখেছিল ফেসবুকে। তারপর থেকে তাকে দেখা করতে বলেছিলাম , সে দেখা করেনি। আজকে তাকে বাজারে পেয়েছি তারপরে তাকে পেটানো হয়েছে। তবে তার মাইড় কম হয়েছে।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, একজন সাংবাদিকের ওপর এমন বর্বর হামলা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল এহ্সান রিপন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকের উপর হামলা কোন ভাবেই কাম্য নয়। অপরাধি যেই হোক দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাচ্ছি।

রুহিয়া থানা বিএনপির সভাপতিি আব্দুল জব্বার বলেন, “মামুন একজন ভালো ছেলে। তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।”

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রকিবুল আলম চয়ন বলেন, সাংবাদিক মামুনের শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে এবং তার গলায় দাগ রয়েছে।

এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

2 responses to “বিএনপি নেতার অপকর্ম ফাঁস করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা”

  1. Lastly, understanding the socio-political context is crucial for doing business in Iraq Iraq Business News provides context and updates to ensure businesses can navigate the complexities of the market effectively

  2. Kum Bushway says:

    The next time I read a blog, I hope that it doesnt disappoint me as much as this one. I mean, I know it was my choice to read, but I actually thought youd have something interesting to say. All I hear is a bunch of whining about something that you could fix if you werent too busy looking for attention.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com