• বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে শ্রমিকদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হিলিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাঝে বিনামুল্যে ক্রস জাতের বকনা বিতরণ ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া শিশু উদ্ধার না হওয়ায় ছাত্র-জনতার প্রতিবাদ  ঠাকুরগাঁওয়ে জিংক ধান ও গমের চাষাবাদ বিস্তার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল ঠাকুরগাঁওয়ে এতিম শিশুরা পেলেন ঈদ উপহার ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ে আড়াই মাসের বাচ্চা চুরি জিংক সমৃদ্ধ ধান, গম ও অন্যান্য ফসলের বিস্তার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর বন্ধে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে ঘন্টাব্যাপী সমাবেশ করেন তারা।

এ সময় উপস্থিত শ্রমিকেরা জানান, ইটভাটা বন্ধ হলে আমাদের সংসার চলবে কি করে আমাদের সংসার ছেলেমেয়ে লেখাপড়ার খরচ চালানো সবইতো ইটভাটার কর্মের উপর, ভাটা বন্ধ হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আবেদন জানাচ্ছি ইটভাটা চালু রাখার জন্য।

এদিকে ঠাকুরগাঁও ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা বলেন, বিগত দিনের স্বৈরশাসকের নির্যাতন মূলক আইন ও নির্যাতন মূলক ধারার মাধ্যমে আমাদের কাগজপত্র নবায়ন হয়নি। আমাদের ইটভাটা বন্ধ হলে ভাটা সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হবে, সাথে সাথে সিমেন্ট ফ্যাক্টরি, রড ফ্যাক্টরি, বিভিন্ন হার্ডওয়ার ফ্যাক্টরি, বিভিন্ন রাস্তা-ঘাট উন্নয়নে স্থবিরতা আসবে।

নেতারা আরো বলেন, আমাদের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ইট পোড়াতে দেয়া হোক। পুনরায় তদন্তের মাধ্যমে পরিবেশ ছাড়পত্র দিয়ে আমাদেরকে দেশের উন্নয়ন ও মানুষের কর্ম সংস্থানের সাথে আমাদেরকে অবদান রাখার সুযোগ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। ছাড়পত্র প্রদান সহ ভাটায় মোবাইল কোট, জরিমানা ও ভাংচুর বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি প্রদান করেন সংগঠনটির নেতারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মুরাদ হোসেন, বলেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ সংগঠনটির অন্যান্যা নেতাকর্মীরাসহ ভাটায় কর্মরত শ্রমিকেরা।

মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এস তানভীর/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com