ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাস বয়সী শিশুটিকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকালে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সোনালী আক্তার শিরিন (২০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুরলতলা গোবিন্দগঞ্জ এলাকার সামসুদ্দিনের মেয়ে। তার স্বামী মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) এবং লিটন মিয়ার স্ত্রী মোসা. লাভলী বেগম (৩২)।
আরও পড়ুন :ঠাকুরগাঁওয়ে চুরি যাওয়া শিশু উদ্ধার না হওয়ায় ছাত্র-জনতার প্রতিবাদ
জানা যায়, সদর উপজেলার ভুল্লি মুন্সিরহাট গ্রামের শিমুলের ছেলে সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার (৯ মার্চ) হাসপাতালে ভর্তি হয়। সোমবার (১০ মার্চ) সারাদিন সোনালী আক্তার নামে শিশুটির পরিবারের অপরিচিত ওই নারী পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে।
আরও পড়ুন : হাসপাতাল থেকে ঠাকুরগাঁওয়ে আড়াই মাসের বাচ্চা চুরি
সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে না পেয়ে শিশুটির বাবা শিমুল ইসলাম অজ্ঞাত আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুর রহমান জানান, ওই দিন রাতেই সোনালী আক্তার শিশুটিকে নিয়ে গাজীপুরে গেছেন বলে প্রাথমিক তথ্য পাওয়ার পর গাজীপুর র্যাব-১ এর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইম
https://slotbet.online/