• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মিলন হত্যাকান্ড পূর্বপরিকল্পিত, গ্রেফতার-৫

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

টাঙ্গন ডেস্ক: ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ ও হত্যার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। চক্রটি ইতিপূর্বে আরও বেশ-কয়েকটি ঘটনা ঘটিয়েছে বলে জানায় পুলিশ।

রোববার (২৩ মার্চ) সন্ধায় জানিয়েছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর বিটবাজার এলাকার মতিউর রহমানের ছেলে সেজান আলী (২৩), আরাজি পাইক পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মুরাদ (২৫)। ফেসবুকে প্রেমের ফাঁদে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সালন্দর ইউনিয়নের শাহীনগর তেলিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ও মুরাদের ভাগ্নি রত্না আক্তার রিভা (১৯)। অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সহায়তা করার অপরাধে গ্রেপ্তার হন আকচা এলাকার ইলিয়াসের ছেলে মনিরুল (১৭)। আলামত গুম করতে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হয়েছেন সেজান আলীর মা শিউলি বেগম।

আরও পড়ুন : মিলন হত্যা মামলায় সিজানের মা গ্রেফতার, ৩ জন রিমান্ডে!

ডিবি পুলিশের কাছে জানা গেছে, মিলনকে অপহরণের পর হত্যা ও লাশ গুম করে মুক্তিপণ আদায়ের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। অপহরণের পর পরই মিলনকে হত্যা করে ঘাতক চক্রটি। অপহরণের প্রায় ৬ মাস আগে থেকে মিলন ও তার পরিবারকে নিয়মিত খোঁচ-খবর রাখছিলেন হত্যাকারী সেজান। ঘটনার আগে হত্যার জন্যে কসটেপ ও মাফলার কিনে রেখেছিল তারা। লাশ নিয়ে যাওয়ার রাস্তা ও বিকল্প রাস্তাসহ লাশ গুম করার পরিকল্পনা তাদের সাজানোই ছিল। রিমান্ডে নেওয়ার পরেই এমন তথ্য উঠে আসে।

পুলিশ জানায়, মিলনকে মাফলারের সাহায্যে ২ থেকে ৩ মিনিটেই শ্বাসরোধ করে হত্যা করে সেজান ও মুরাদ। শুধু তাই নয়, হত্যার পরে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা ঘুরেছে তারা। তবে এ ঘটনায় প্রথমে মুক্তিপণ ৩ লাখের টার্গেট থাকলেও পরে ৩০ লাখ নেওয়ার পরিকল্পনা করে তারা। একটা পর্যায়ে গিয়ে ২৫ লাখের বিনিময়ে সম্মত হয়।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে মিলন হত্যাকারীদের ফাঁসীর দাবীতে সড়ক অবরোধ

পুলিশ আরও জানায়, সাধারণত কলেজ পড়ুয়া ছাত্ররাই সেজানের অপহরণকারী চক্রের মূল টার্গেট থাকতো। উঠতি বয়সী ছেলেদের ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে প্রথমে বলাৎকার ও অপহরণ করে মুক্তি পণের টাকার বিনিময়ে ছেড়ে দিতো। একটা সময় তারা এ ফাঁদের চক্রে নারীদের দিয়ে উঠতি বয়সি যুবকদের আকৃষ্ট করতে থাকে। এভাবেই ধীরে ধীরে এই অপরাধ জগতে প্রবেশ করতে থাকে তারা। শুরুর দিকে প্রতিটি অপহরণের ঘটনায় এক-দুই হাজার টাকা নিলেও, আস্তে আস্তে তারা লাখ টাকা মুক্তিপণ দাবী করতে শুরু করে।

আর পড়ুন : ঠাকুরগাঁওয়ে অপহরণের ২৫ দিন পর কলেজ ছাত্রের গলিত মরদেহ উদ্ধার, গ্রেফতার-৩

পুলিশের গোয়েন্দা শাখা আরও জানায়, মিলনকে অপহরণের ঘটনায় পাওয়া মুক্তিপণের ২৫ লাখ টাকাই সেজানের অপরাধ জীবনের সবচাইতে বড় দাগ ছিলো। এর আগে ছোটো বড় প্রায় ১০/১২টি অপহরণ ও ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল সেজান। এ সকল ঘটনায় সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মুক্তিপণ হাতিয়েছে সেজান চক্রটি।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশীদ জানান, চক্রটির বিরুদ্ধে আরও দুটি অভিযোগ দায়ের হয়েছে। একটি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বামন পাড়া গ্রামের জয়ন্ত বর্মনের ছেলে শান্ত বর্মন এবং অপরজন হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট কলেজপাড়া গ্রামের মহসীন আলীর ছেলে সাকিব আহম্মেদ।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “মিলন হত্যাকন্ডের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সাথে ৪ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

One response to “ঠাকুরগাঁওয়ে মিলন হত্যাকান্ড পূর্বপরিকল্পিত, গ্রেফতার-৫”

  1. Güvercintepe su kaçak tespiti Kalamış su kaçağı tespiti: Kalamış’ta su kaçaklarına teknolojik çözümler. https://newdoorfiji.com/?p=30958

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com