হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের টহলরত বিজিবি একটি প্রাইভেট কার ও ফেন্সিডিল সহ তিন ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে টহলকালীন ভেলারপাড়া পাকা রাস্তার উপর একটি প্রাইভেট কার তল্লাশী করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের সারোয়ার হোসেন (২৮), মুন্না মিয়া (২২) এবং বিরামপুর উপজেলার উত্তর কাটলার বুলবুল হোসেন(৩৮) ।
কাটলা বিশেষ ক্যাম্পের টহলরত বিজিবির কমাণ্ডার হাবিলদার হোসেন আলী বলেন প্রাইভেটকার ও তাদের গতিবিধি সন্দেহ মনে হলে একটি প্রাইভেট কার ও একটি মটর সাইকেল আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাদের কাছে থাকা প্রাইভেট কার, একটি মোটর সাইকেল ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/