নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : ঠাকুরগাওয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমুহে অধিকতর অন্তর্ভুক্তির লক্ষ্যে অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।
আরডিআরএস বাংলাদেশ (পশ্চিম) বিভাগীয় ম্যানেজার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আরডিআরএস বাংলাদেশ’র কর্মকর্তা অমল টিক্কু।
এসময় উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমাজসেবা অধিপ্তরের কর্মকর্তা সারোয়ার মোর্শেদ আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এমদাদ আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা নাদিয়া আক্তার, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মানস কুমার রায়সহ মহিলা বিষয়ক অধিপ্তর, প্রাণী সম্পদ অফিস, সমবায় ইত্যাদি দপ্তরের পক্ষে সরকারী বিভিন্ন সেবা সম্পর্কে অবহিতকরণ করেন এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি অধিকতর সংবেদনশীল হওয়া ও অনগ্রসর প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সেবা পাবার ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ করা হয়।
আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁও কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
https://slotbet.online/