জেলা প্রতিনিধি
চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় ‘পূর্ব’ বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, পাওনা টাকা পরিশোধের তাগাদা দেওয়ায় একাধিকবার হামলার পর সর্বশেষ তাকে খুন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আশিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাকিবুল ইসলাম হৃদয় (২২) পটিয়ার বরলিয়া ইউনিয়নের মেলঘর গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক অতর্কিতে হৃদয়ের ওপর হামলা করে। তাকে কুপিয়ে জখমের পর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা তার মামা মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা জানতে পেরেছি, একই এলাকার সৌরভ, ফোরকান, ফারুক, মুন্না, তোফায়েল, দীপনসহ ৭-৮ জন মিলে হৃদয়কে কুপিয়ে খুন করেছে। হৃদয়ের পরিচিত ছিল এরা। সেই সূত্রে হৃদয়ের মা অর্থাৎ আমার বোন তাদের কাউকে টাকা ধার দিয়েছিলেন। কিন্তু তারা সেটা ফেরত দিতে গড়িমসি করছিল। হৃদয় পাওনা টাকা দাবি করায় কয়েকবার তাকে মারধরও করেছিল।’
ওসি নেজাম উদ্দিন বলেন, ‘হৃদয় ও হামলাকারীর মধ্যে পারিবারিক যোগাযোগ ছিল। শুনেছি, নিহত হৃদয়ের মা হামলাকারীকে একটি সমবায় সমিতি থেকে ঋণ নিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি ঋণের টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর জেরে হৃদয়ের ওপর হামলা চালানো হয়। আমরা তদন্ত করে দেখছি।’
https://slotbet.online/