ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের গৃহবধু শাহনাজের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ওই গৃহবধুর পিতা। দায়েরকৃত মামলায় স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ জুন) ওই গৃহবধুর পিতা মো: শাহজাহান আলী (৪৩) বাদী হয়ে স্বামীসহ ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের মো: ওমর ফারুকের ছেলে শাহনাজের স্বামী মো: বিশাল রহমান (২৩) ও ছোট ছেলে মো: ফাইসাল (১৯)। মামলার অন্য আসামীরা হলেন, বিশালের বাবা মো: ওমর ফারুক (৪৪), মা মোছা: দুলালী (৪০), মৃত ধুদি মোড়লের ছেলে মো: সিদ্দিক (৫০), তার স্ত্রী মোছা: নাজমা বেগম (৪৫), ছেলে মো: নাহিদ (২৬) ও মো: জুয়েল (৩৩)।
মামলার বিবরণে জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নয়াদলুয়া (শান্তিপুর) গ্রামের মো: শাহাজাহান আলীর মেয়ে শাহনাজের সাথে এক বছর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের মো: ওমর ফারুকের ছেলে মো: বিশাল রহমান (২৩) এর সাথে প্রেমের বিবাহ হয়।
ছেলে পক্ষের চাপের মুখে ওই গৃহবধুর পরিবার উপহার স্বরুপ বিশাল রহমানকে ২ লাখ টাকা প্রদান করে। কিন্তু এতে তাদের মন ভরছিল না। বিশাল ও তার পরিবারর বিয়ের পর থেকে ৬ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। কিন্তু নিহতের পরিবার সে টাকা দিতে না পারায় ওই গৃহবধুকে শারীরিক ও মানুষিক ভাবে নির্যতন করে আসছিল। কিন্তু এক বছর অতিবাহিত হতে না হতেই গত বৃহস্পতিবার (৩০ মে) রাতে বিশাল ও তার পরিবারের লোকজন ৫ মাসের অন্ত:স্বত্তা শাহনাজকে যৌতুকের দাবিতে নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায় শাহনাজকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে বিশালের পরিবারের পক্ষ থেকে মোবাইল ফোনে গৃহবধুর মৃত্যুর ঘটনা তার পরিবারকে জানালে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন শাহনাজের পিতা তার মেয়ে হত্যার অভিযোগ দায়ের করলে। সে মামলায় তার স্বামীসহ দুইজনকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
7e1mac
cky79s
sa6da4
Hey There. I found your blog using msn. This is a very well written article. I will be sure to bookmark it and come back to read more of your useful information. Thanks for the post. I’ll certainly return.
xs166a
I have been absent for a while, but now I remember why I used to love this site. Thank you, I’ll try and check back more frequently. How frequently you update your website?