• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

“গণতান্ত্রিক ছাত্র সংসদ” কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হলেন ঠাকুরগাঁওয়ের আব্দুল করীম

Reporter Name / ৬০০ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার: নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পদ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের আব্দুল করিম। তিনি সদর উপজেলার ভূল্লী থানাধীন খলিশাকুড়ি গ্রামের আব্দুল সাহিদের ছেলে।

গেল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি ২০৫ সদস্যের এ কমিটি ঘোষণা করেন। যেখানে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন ঠাকুরগাঁওয়ের সন্তান আব্দুল করিম।

তিনি ঠাকুরগাঁও সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০১৮ সালে এইচএসসি পাশ করে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হোন। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নরত। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাইয়ের গণঅভ্যুত্থান পর্যন্ত তিনি রাজপথে আন্দোলন করেছিলেন।

এদিকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আব্দুল করীম বলেন, যেহেতু গণঅভ্যুত্থান থেকে এই নতুন ছাত্র সংগঠন গঠিত হয়েছে। তাই আমরা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে দেশের স্বার্থে সবসময় কাজ করে যাব।

উল্লেখ্য, নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে যারা রয়েছেন, সদস্য সচিব জাহিদ হাসান, মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, নুরুল গণি সগির, খান তালাত মাহমুদ রাফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), জুবায়ের হোসেন (ঢাকা কলেজ), মো. আব্দুল করিম (ঢাকা বিশ্ববিদ্যালয়), নূর নবী (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেহেদী সজিব (রাজশাহী বিশ্ববিদ্যালয়), নাঈম আক্তার রিতা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), জয় বিশ্বাস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, আব্দুল্লাহ মো. তানভীর, তোফাজ্জল হোসেন সাদাত, মিতু আক্তার, ফারাবি জিসান (ব্র্যাক ইউনিভার্সিটি), মাহফুজুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মুক্তি হোসেন মুক্তার, সোহানুর রহমান সোহাগ, সাব্বির আহমেদ, জানে আলম অপু, মো. জোবায়ের সাফওয়ান, মো. মাহফুজার রহমান, দীপন চৌধুরী, তুহিন আহমেদ, মহিউদ্দিন, সোহেল রানা সাব্বির, মো. তামিম হোসাইন, আবু বক্কর, জাফর ইমাম, গোলাম কিবরিয়া অপু, আসাদ উল্লাহ, ইমরান নাজির, রেজওয়ান শরীফ, মারুফ হাসান প্রান্ত (ইউল্যাব), রেজা-এ-রাব্বী জায়েদ (তিতুমীর কলেজ), এস এম ফয়জুল্লাহ, ইশতিয়াক আহমেদ শিহাব, নিজাম উদ্দিন ও জহিরুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাসনুন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আম্মার (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইফুল ইসলাম, সানজানা অদিতি, আজিজুল হক, কিশোর আনজিম সাম্য (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), আবদুল্লাহ সালেহ অয়ন, আরিফ হোসেন, মো. মাহবুব মির্জা সুমন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নন্দন চন্দ্র পাল, আশরাফ অনি, সায়েম রুমন, আনিকা তাহসিনা, মো. মহিউদ্দিন, সাকিবুল হাসান, ইফতি আল জাবেদ, ফেরদৌস আলম, মো. শাকিল, জাবের বিন নূর (ইউল্যাব), মাহফুজুর রহমান (ঢাকা কলেজ), মো. আব্দুর সাঈদ নাসিম।

 

এস তানভীর/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

2 responses to ““গণতান্ত্রিক ছাত্র সংসদ” কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হলেন ঠাকুরগাঁওয়ের আব্দুল করীম”

  1. Excellent site. A lot of helpful information here. I’m sending it to a few pals ans additionally sharing in delicious. And certainly, thank you to your effort!

  2. Utterly pent subject matter, Really enjoyed looking at.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com