ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৫ম শ্রেণির ছাত্রীর পরিবারকে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ এই নগদ অর্থ ওই পরিবারের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি মহিবুল্লাহ আবু নুর চৌধুরী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আবু হাসান আব্দুল হান্নান হান্নূ, বালিয়া ইউপি চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোসহ অনেকে।
উল্লেখ্য, গত ৮ মার্চ ৬৩ নং কচুবাড়ী মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক প্রাইভেট পড়ানোর কথা বলে একাই পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ধামাচাপা দিতে ওই শিশুকে সরকারি হাসপাতালে না পাঠিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। পরে এলাকাবাসী শিশুটিকে প্রাইভেট ক্লিনিক থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/