ঠাকুরগাঁও প্রতিনিধি : বিমানবন্দর পুনরায় চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী করেছেন ঠাকুরগাঁও বাসি।
বুধবার (১২ জুন) সকালে জেলার সর্বস্থরের মানুষের ব্যানারে শহরের চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, মিডিয়াকর্মী, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন স্থরের মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক সত্য প্রসাদ ঘোষ নন্দন, সদস্য মমিনুর রহমান বিশাল, মাসুদ আহম্মেদ সূবর্নসহ অনেকে।
বক্তরা বলেন ঠাকুরগাঁও থেকে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় ৪০০-৪৫০ কিলোমিটার। দেশের খাদ্য উৎপাদনে ঠাকুরগাঁও জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ জেলা ধান, চাল, গম, ভূট্টা, নানা বিধ সবজি চাষসহ আম, লিচু উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্মার্ট বাংলাদেশের সাথে স্মার্ট ঠাকুরগাঁও গড়তে অবিলম্বে ঠাকুরগাঁও বিমানবন্দর পূনরায় চালু এবং মেডিকেল কলেজ স্থানের দাবি জানান তারা।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/