খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীর বানরগাতীর আলিফ (১৩) নিখোঁজ না অপহরন এমন প্রশ্নের উত্তর মিলছে না। বিষয়টি নিয়ে ধোয়াসার সৃষ্টি হয়েছে।
সোনাডাঙ্গা থানার ৬৭৭ নন্বর জিডি সূত্রে জানা গেছে। নগরী বানরগাতী কমিশনারের মোড়ের ৭ নন্বর বাসায় বসবাসকারী আকবর হোসেনের ১৩ বছর বয়সী ছেলে গত ৭ ফেব্রুয়ারি বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি।
আকবর হোসেন জনান, তার বড় ছেলে মোঃ আলিফ শেখ (১৩), উচ্চতা- ৪’ ৮”, গায়ের রং- শ্যামলা, চুলের বিবরন- ছোট (আর্মি কাটিং)-কালো, পরনে ছিলো- খয়েরী রঙের ফুলহাতা শার্ট ও ছাইমাটি রঙের জিন্সের প্যান্ট।
তিনি আরও জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারী) আনুমানিক দুপুর ২ টার সময় বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয় কিন্তু আর বাসায় ফিরে আসেনি। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার সন্ধান মেলেনি। এমতাবস্থায় ছেলেকে নিয়ে চরম ভাবে উৎকণ্ঠিত ও চিন্তিত।
প্রায় তিনদিন গত হল তার কোন সন্ধান মিলছে না। প্রশাসনসহ সবার কাছে তার ছেলের সন্ধান দেয়ার দাবী জানিয়েছেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/