• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

ফেসবুকে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name / ৬৫৬ Time View
Update : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ফেসবুকে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আজিম খান ওরফে বিদ্যুৎ (৩৭) ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার মো: আব্বাস আলীর ছেলে।

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, আজিম খান ওরফে বিদ্যুৎ দীঘদিন ধরে ফেসবুকে ভূয়া আইডি খুলে অজ্ঞাত ভারতীয় নারীর পরিচয় দিয়ে  বিভিন্ন ব্যক্তির নিকট প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেন।

সে প্রথমে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে পরে মেসেঞ্জারে নগ্ন ছবি ও ভিডিও কলের মাধ্যমে কথা বলে তা সংরক্ষণ করতো। পরে ওই ব্যক্তির নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করতো। এব্যাপারে সদর থানায় মামলা রয়েছে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, ডিবি’র অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

এ ইসলাম/টাঙ্গনটাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/