• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০০ অপরাহ্ন

স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না-দুদু

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবেনা। মেরুকরণ যাই হোক জনগণ যেটিকে অনুমোদন করবে আমরা মনে করি সেটাই হবে গণতন্ত্র।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবার আগে শিল্পকলা একাডেমি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন,৭১ সালে জামায়ত ও পাকিস্থানি সেনাবাহিনী দেশ প্রেমিক বলেছিল। সেই পাকিস্তানি ধারা থেকে জামায়াত রেরিয়ে আসতে পেরেছে কি না জাতি জানতে চায়। বিএনপি ১৭ বছর থেকে ফ্যাসিবাদীর বিরুদ্ধে লড়াই করছে গণতন্ত্রের ও স্বাধীনতার প্রত্যাশায় ও মানুষের অধিকারের প্রত্যাশায় মনে করেন তিনি।

বিএনপির এই নেতা আরো বলেন,আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই। এই যে লড়াই বিএনপির যাতে আরো শক্তিশালি হয় সেজন্য সারা দেশে বিএনপির এই সাংগঠনিক সভা করা হচ্ছে।

পরে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন। সভায় জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,আমিনুল ইসলাম,কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com