• মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

প্রকৌশলীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘নিরাপদ কর্মপরিবেশ চাই’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন পালন করেছেন সদর উপজেলা প্রকৌশলীরা।

সোমবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলা পরিষদের সামনে এলজিইডি প্রকৌশল পরিবার ব্যানারে এই মানববন্ধন বক্তব্য রাখেন, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল কাদের সহ ওই দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

জানা গেছে, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এ সময় বক্তারা বলেন, গত ৮ মার্চ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সড়কের কার্পেটিং এর কাজ উদ্বোধন করতে যায় কার্যসহকারী রেজওয়ানুল হকসহ কয়েকজন।

সেখানে কয়েকজন দুর্বৃত্ত এসে আমাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা আমাদের উপর তারা হামলা করে এবং রাস্তায় মাটি ফেলাসহ কাজ বন্ধ করে দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভসহ কয়েকজন কর্মকর্তা সেখানে গেলে তাদের উপরেও হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনার প্রেক্ষিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও প্রশাসন এখনো কোন প্রদক্ষেপ গ্রহণ করেননি। সেই চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি তারা।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুর রহমান বলেন এব্যাপারে একটি মামলা হয়েছে। সরকারি কাজে বাঁধা দেওয়া অপরাধ। তাদের মধ্যে মিমাংসার প্রক্রিয়া চলছে, যদি সমাধান না হয়। তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com