• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অসমাপ্ত ভবন গ্রহণে অনিচ্ছুক কর্তৃপক্ষ

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মেহেরপুর,৭ ডিসেম্বর, ২০২৪ : মেহেরপুরে ২৫০ শয্যা হাসপাতাল অসমাপ্ত ভবন গ্রহণ করছেনা হাসপাতাল কর্তৃপক্ষ। ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল ভবনের নির্মাণ শেষ না হলেও জেলা প্রশাসন ও সাবেক জনপ্রশাসন মন্ত্রীর চাপে ২০২৩ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

জেলার গণপূর্তের তত্ত্বাবধানে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ে ১১ তলা নতুন ভবন নির্মাণ এখনও চলমান। ৯ তলা পর্যন্ত অবকাঠামো দৃশ্যমান হয়েছে। বাকি অংশের আজও দরপত্র আহবান করা হয়নি। ওই ৯তলা পর্যন্ত ভবন হস্তান্তরের জন্য গণপূর্ত বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে চলছে চিঠি চালাচালি।

ভবনের এখন ১০ ও ১১ তলা নির্মাণ না হওয়া ও অসমাপ্ত ভবন সিডিউল মোতাবেক নির্মাণ হয়নি দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আনুষ্ঠানিক গ্রহণ করছেন না। ফলে মেহেরপুর ১০০ শয্যার পুরাতন ভবনে চিকিৎসক সংকট নিয়ে চারশতাধিক রোগিকে ভর্তি রেখে চিকিৎসা দিতে হীমশিম খাচ্ছে হাসপাতালটি।

জেলার গণপূর্ত বিভাগ থেকে জানা গেছে, প্রায় ৭৬ কোটি টাকা ব্যয়ে ১১তলা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু হয়। কাজের ধীর গতিসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে কাজ হয়েছে ৯ তলা পর্যন্ত।

হাসপাতালের তত্ত্বাবধায়কের অভিযোগ, ভবনের ছাদে পানি জমে, প্রতি তলার জানালার গ্লাস ভাঙ্গা, নিচতলা থেকে ৬ষ্ট তলা পর্যন্ত রেম সিড়ির গ্রিল দেয়া হয়নি। তাতে রোগি তোলা নামানো ঝুঁকিপূর্ণ, ভবনে কাচের দরজায় থাইগ্লাস দেয়ার কথা থাকলেও নিম্নমানের গ্লাস দেয়া হয়েছে। পিএবিএক্স ও সিসিটিভি ও মেডিকেল গ্যাস সিস্টেম সক্রিয় না, স্টোর রুমে কাঠের দরজা না দিয়ে কাচের দরজা দেয়া হয়েছে। অগণিত সমস্যা ও ভবন অসমাপ্ত থাকায় গ্রহণ সম্ভব হচ্ছে না।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান জানান, প্রকল্পের ডিপিপি ও দরপত্রে যা যা বলা আছে সেভাবেই করা হয়েছে। ভবন গ্রহণের জন্য নতুন করে হাসপাতাল কর্তৃপক্ষকে ফের চিঠি দেয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার বলেন, পুরো কাজ শেষ না হওয়ায় হাসপাতালের নতুন ভবন গ্রহন করা হয়নি। যদিও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের চাপে সে সময় উদ্বোধন করা হয়েছে। তিনি জানান, হাসপাতাল ভবন গ্রহণের ৫ সদস্য বিশিষ্ট কমিটি সরেজমিনে পর্যবেক্ষন করে দেখেছেন, ভবনে বর্জ্য ব্যবস্থাপনা নাই, প্রসিডিউর রুম ও মইনোর ওটিতে এসি নাই, কিচেনরুম রং করা হয়নি, এ্যাডজাস্ট ফ্যানও নাই, নিচ তলাতে কোন ফার্মেসী নাই, এক্স-রে, সিটিস্ক্যান, এম আর আই দরজায় রেডিয়েশন প্রটেকশন লিড শীট নাই, এম আর আই রুমে এসি পর্যপ্ত নাই।

আই সোলোশন ডাক্তার রুমে গ্লাস দরজা নাই, কনফারেন্স রুমে টেবিল চেয়ার অপর্যাপ্ত। ভবন গ্রহণের আগেই ভবনের ভেতর রং নষ্ট হয়ে গেছে। প্রয়োজনীয় আসবাবপত্র, সিকিউরিটি, লিফটম্যান, প্রয়োজনীয় সুইপার ছাড়া ভবন গ্রহণ করা সম্ভব নয়। কারণ হাসপাতাল ভবন গ্রহণের জন্য গণপূর্তের চিঠি পেয়ে ডা. মো. সাউদ কবীর মালিককে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এসব অসঙ্গতি পাওয়াতে হাসপাতাল ভবন গ্রহণ করা যাচ্ছেনা।

মোঃ লিখন/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com