ঠাকুরগাঁও প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায়-দুস্থ ও অস্বচ্ছল মায়েদের উপহার হিসেবে নুতন শাড়ি কাপড় প্রদান করেছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঠাকুরগাঁও শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দির চত্বরে বিভিন্ন বয়সের, বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা শতাধিক মায়ের একটি করে শাড়ি কাপড় তুলে দেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা বাসুদেব ব্যানার্জীসহ অন্যান্য নেতাকর্মীগণ ।
আরও পড়ুন : দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুস্থ ও অস্বচ্ছল মায়েদের শাড়ি কাপড় উপহার
এ সময় সংগঠনের সভাপতি সত্যেন্দ্রনাথ ব্যানাজী, জানান, সংগঠনের নিজস্ব তহবিল থেকে বরাদ্দকৃত জেলার পাঁচটি মন্দির চত্বর থেকে পাঁচশ’ মাকে একটি করে নুতন শাড়ি কাপড় উপহার প্রদান করা হয়।
পূজার সময় অসহায় দরিদ্র মায়েরা নুতন শাড়িকাপড় উপহার পেয়ে সংগঠনের নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানান।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/