রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কিন্ডার গার্টেনের আদলে গড়ে উঠা অনুমোদন বিহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক অভিভাবক।
বুধবার (৮ জানুয়ারী) বিকালে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাব হলরুমে দুওসুও ইউনিয়নের পেট্টোলপাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা মকবুল হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সারাদেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ব্যাঙের ছাতার মত মানহীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্ডার গার্টেনের আদলে গড়ে উঠার পর ৫ম শ্রেণি পর্যন্ত অনুমোদন নিয়ে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করাচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করাতে হলে নির্ধারিত শিক্ষাবোর্ডের অনুমোদন প্রয়োজন। এসব নিয়ম নীতির তোয়াক্কা করছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
মকবুল হোসেনের অভিযোগ, কিন্ডার গার্টেনে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে এক প্রতিষ্ঠানে। জেএসসি ও এসএসসি পাবলিক পরীক্ষার নিবন্ধন নিকটস্থ শিক্ষাবোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠান থেকে করে পরীক্ষায় অংশগ্রহণ করানো হচ্ছে। ফলাফলের সময় এক শিক্ষার্থীর ফলাফলকে দুই প্রতিষ্ঠান নিজেদের মত করে দাবি করছে, প্রচারণা চালিয়ে অভিভাবকদের প্রতারিত করছে। বছরঘুরে বই বিতরণের সময়ও এক শিক্ষার্থীর জন্য দুই সেট বই দুই প্রতিষ্ঠানকে দিতে হচ্ছে সরকারকে। এতে সরকারের অপচয় বাড়ছে। এসব বন্ধ করতেই তিনি সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এছাড়াও মকবুল হোসেন মনে করেন অনুমোদহীন এসব প্রতিষ্ঠান শিক্ষার নামে বাণিজ্য করছেন। প্রতি বছর এক ক্লাশ থেকে পাশ করে অন্য ক্লাশে ভর্তির নামে অতিরিক্ত সেশন ফি নিচ্ছে। সরকারের বেধে দেওয়া নিয়ম নীতির তোয়াক্কা করছে না। দীর্ঘদিন ধরে এসব চলে আসলেও প্রশাসন এসবে দেখেও চুপ আছেন। তাই তিনি বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য গণমাধ্যমের দারস্থ হয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মকবুল হোসেন বলেন, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা বা ট্রাষ্টের নামে পরিচালনার মাধ্যমে অর্থ আত্মসাতসহ সরকারকে কারফাঁকি অব্যাহত রেখেছে। শিক্ষাবোর্ড থেকে নুন্যতম অনুমতি গ্রহণের প্রয়োজন মনে করছে না। এসব প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার মধ্যে আনার দাবি তুলেন তিনি।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার জানান, মাঠ পর্যায়ে এসব চলছে, আমাদেরও নজরে রয়েছে। শিক্ষা মন্ত্রণলায় যদি পদক্ষেপ নেয়, তাহলে আমরা সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারবো। তাছাড়া আমাদের কিছু করার নেই।
সংবাদ সম্মেলনে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, দবিরুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/
usplz9
Hi my loved one! I wish to say that this article is awesome, nice written and include almost all significant infos. I would like to see more posts like this.
Awesome blog! Is your theme custom made or did you download it from somewhere? A theme like yours with a few simple tweeks would really make my blog shine. Please let me know where you got your theme. Appreciate it