• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

বালিয়াডাঙ্গীতে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে ফসল বৃদ্ধির লক্ষ্যে বীজ-সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো:সাজ্জাদ হোসেন সোহেলের সভাপতিত্বে , বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: গুলজার রহমান সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নবাগত অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার|

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ বিঘা জমিতে ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে গম ২০ কেজি, ভূট্টা ২ কেজি, সরিষা ১ কেজি, চিনাবাদাম ১০ কেজি, পেঁয়াজ ১ কেজি, রাসায়নিক সার ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার করে বিনামূল্যে দেওয়া হয়।

চলতি মৌসুমে ১১ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com