পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের কারণে ১২টি গ্রামের ঘরবাড়ী ফাটলে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্তদের দাবি আদায় কমিটি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্তদের দাবি আদায় সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে জানান কয়লা খনির কারণে ঘরবাড়ীতে ফাটল সৃষ্টি হওয়ায় আমাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সার্ভেয়ারের মাধ্যমে সার্ভে করে ক্ষতিপূরণ প্রদানের জন্য পদক্ষেপ নিতে হবে।
তিনি সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন খনি কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা ছয় দফা দাবির কথা বলেছিলাম কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি।
ছয় দফা দাবি গুলো হলো- ক্ষতিগ্রস্ত পরিবার হতে চাকরি প্রদান, ঝুঁকিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে যারা বসবাস করছে তাদের দ্রুত পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত এলাকার ভূমিহীন প্রতিটি পরিবারকে মাইনিং সিটি অথবা উন্নত মানের বাসস্থানে স্থানান্তর, ক্ষতিগ্রস্তদের অবশিষ্ট ক্ষতিপূরণের টাকা প্রদান, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও হাসপাতাল তৈরি করণ এবং যাদের জমি থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদেরকে উৎপাদন থেকে বোনাস প্রদান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনি ক্ষতিগ্রস্থদের দাবি আদায় কমিটির সাধারণ সম্পাদক আল বেরুনী, সহ-সভাপতি রবিউল ইসলাম, আব্দুর রহমান বাচ্চু, গোলাম রব্বানী, মনিরুজজ্জামান, সাইফুল ইসলাম, আলী হোসেন, রবিউল ইসলাম মন্ডল, সাতার ইকবাল নয়ন, আবেদ আলী, সাইফুল ইসলাম সরকার, রেজাউল ইসলাম সহ সংগঠনের শতাধিক সদস্য।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/