টাঙ্গন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, তাঁকে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স’ এর মাধ্যমে প্রথমে লন্ডনে নেওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তৃতীয় একটি দেশের মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।
ডা. জাহিদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে তাঁকে দ্রুত মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালে পৌঁছে দিতে প্রক্রিয়া শুরু করেছি। এর অংশ হিসেবে লং ডিসটেন্স এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য আন্তর্জাতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।”
বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসকরা উচ্চতর মানের সেবাদানের লক্ষ্যে মাল্টি ডিসিপ্ল্যানারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে দ্রুততম সময়ে তাঁকে বিদেশে চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ প্রয়াস চালানো হচ্ছে।
https://slotbet.online/