হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্ধাল বিওপির ৩৫৮/৪ পিলার এলাকায় বিজিপি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পতাকা বৈঠকে সীমান্তের ৩৫৮/৩ ও ৩৫৮/৪ পিলার এর মধ্যর্বতী শূন্য রেখায় এক একর চাষাবাদের ডোবা জমি ভারত ও বাংলাদেশী কৃষক নিজেদের বলে দাবী করেন।
উক্ত বৈঠকে সিদ্ধান্ত হয় যে, দুই দেশের সরকারের সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ না হওয়া পর্যন্ত বিবাদীয় মান জমিতে উভয় দেশের কোন কৃষক চাষাবাদ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন বিজিবির কান্ধাল কোম্পানী কমান্ডার সুবেদার এন্তাজুল হক এবং ভারতের ৭২ পাঞ্জীপাড়া বিএসএফ খুরকা কোম্পানী কমান্ডার এসি বিরেন সিং প্রমুখ।
গত ১৯ ফেব্রুয়ারী বুধবার দুপুরে কান্ধাল সীমান্তের ৩৫৮/৪ পিলার এলাকার পশ্চিম কান্ধাল নামক স্থানে উক্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/