পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির চত্বরের প্রধান গেটের সামনে ১২টি গ্রামের বাসিন্দারা ক্ষতিপুরনের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থ ১২টি গ্রামের প্রায় ৩হাজার গ্রামবাসী ক্ষতিপুরনের দাবীতে এ অবস্থান কর্মসূচী পালন করে।
বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা’র নেতৃত্বে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসচীতে তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্থদের দাবি আদায়ে গত ৫ নভেম্বর ব্যবস্থাপনা পরিচালক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড বরাবরে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা লিখিতভাবে অভিযোগ দেয়। এরও আগে ২০২৪ সালের ২২ জানুয়ারী আবারও লিখিতভাবে অভিযোগ করে। কিন্তু কর্তৃপক্ষ কোন তোয়াক্কা করেন নি।
অবস্থান কর্মসূচীতে বক্তারা অভিযোগ করেন বৈগ্রাম, কাশিয়া ডাঙ্গা, মোবারকপুর, জব্বর পাড়া, দক্ষিণ রসুলপুর (বড়), দক্ষিণ রসুলপুর (ছোট), পূর্ব জ্জবর পাড়া, চক মহেশপুর, হামিদপুর, উত্তর চৌহাটি, চৌহাটি, সাহাগ্রাম, দূর্গাপুর ও শেরপুর সহ এলাকার ক্ষতিগ্রস্থ ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদানের দাবী জানানো হয় কিন্তু খনি কর্তৃপক্ষ তাদের প্রতি কোন গুরুত্ব দেয়নি। সেই কারণে দীর্ঘদিন ধরে খনি এলাকায় মিছিল মিটিং চলছে।
ক্ষতিগ্রস্তদের দাবিগুলো হচ্ছে অবৈধ্য ভাবে ভূগর্ভে বিস্ফোরক ব্যবহারের কারণে সকল ক্ষতিগ্রস্থ বাড়ীঘরের ক্ষতিপূরণ দান, ক্ষতিগ্রস্থ এলাকার সকল রাস্তাঘাট মেরামত করণ, ক্ষতিগ্রস্ত এলাকার বেকার ছেলে ও মেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকুরী প্রদান, ক্ষতিগ্রস্থ একলাকায় সুপেয় পানির সমস্যা সমাধান করন, ক্ষতিগ্রস্থদের মধ্য থেকে যাদের ভূমি হতে কয়লা উত্তোলন করা হচ্ছে তাদের বোনাস প্রদান, মাইনিং সিটি অথবা উন্নতমানের বাসস্থান তৈরি করন।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা, আল বিরোনী, রবিউল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ আলী হোসেন, মোঃ রবিউল ইসলাম মন্ডল, আল বেরনী, সাতার ইকবার নয়ন, আবেদ আলী, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুর রহমান বাচ্চু, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, হোসেন আলী, মহারাজ, মেনহাজুল ইসলাম, আব্দুর রশিদ মন্ডল, বিপ্লব হোসেন ও মমিদুল ইসলাম ও এবং তোফাজ্জাল হোসেন, বাবু , মফিজুল ইসলাম সাগর ইসলাম (নয়ন) প্রমুখ।
এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সরকারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওযা যায় নি। এ রিপোর্ট পাঠানো পর্যন্ত বড়পুকুরিয়া কয়লাখনি গেটের সামনে ক্ষতিপূরণের দাবি আদায় বাস্তবায়ন কমিটি’র অবস্থান কর্মসূচী চলছিল।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/