হিলি (দিনাজপুর) সংবাদদাতা :মহান বিজয় দিবস উপলক্ষে হিলি আই সিপি গেট জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে এই মিষ্টি বিনিময় করেন হিলি সিপি ক্যাম্পের কোম্পনি কমান্ডার সুবেদার শাহাদৎ হোসেন।
ভারতের ৭৯ বিএসএফের ব্যাটালিয়নের এস আই, এস এন চৌবের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এসময় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির ক্যাম্প কমান্ডার শাহাদৎ হোসেন বলেন, বিভিন্ন দিবসে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে সৌদার্হপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই মিষ্টি মিনিময় করা হয়। তারই অংশ হিসেবে আজকের এই মিষ্টি মিনিময় করা হলো।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/