• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :

বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত, আহত-৩

Reporter Name / ২৪৬ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

টাঙ্গন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত আরো ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায়।

সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতলা সীমান্তের ৩৯৩ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত জয়ন্ত কুমার সিংহ (১৬) ফকির ভিটা বেলপুকুর লাহিড়ী গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- মহাদেব ও দরবার আলী। তবে এক জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে ১৬ সদস্যের একটি দালাল চক্রের দল, ১৬ জন হিন্দু কমিউনিটির মানুষকে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি হয়। এ সময় জয়ন্ত কুমার সিংহ, মহাদেব, দরবার আলী গুলি বিদ্ধ হয়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে জয়ন্ত কুমার সিংহ মারা যায়। নিহত ও আহতরা সকলেই দালাল চক্রের সদস্য বলে জানা গেছে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে নিহতের বিষয়টি এবং ওই ব্যক্তিরা কারা এ বিষয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/