নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র গাড়ি চালক সুবল দাস বাবু (৪৫) ’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে এক নারী। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে এফআইআর ভূক্ত করার নির্দেশ দিয়েছেন।
সোমবার (৪ মার্চ) ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো : জামাল হোসেন এ রায় দেন। সুবল দাস বাবু (৪৫) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মহল্লার কৈল্লাস দাসের ছেলে। তার গ্রামের বাড়ি আউলিয়াপুর ইউনিয়নের হীরার ধাম এলাকায়।
মামলার অভিযোগে জানা যায়, আসামী সুবল দাস বাবু ভ‚ক্তভোগী নারীর স্বামীর পূর্ব পরিচয়ের সুবাদে বাড়িতে আসা যাওয়া করতো। এরই সুযোগ নিয়ে সুবল দাস প্রায় সময় প্রেমের প্রস্তাব দিতো ওই নারীকে। এর মধ্যে নারীর দুই সন্তানের মধ্যে এক সন্তান দুর্ঘটনায় মারা যায়। পরে কিছুটা সুস্থ্য হয়ে উঠলে অপর সন্তানকে ঠাকুরগাঁও ইকো কলেজে লেখাপড়াকালে পৌছায় দিতে গেলে আসামীর বাড়ি কলেজের পাশে হওয়ায় ওই নারীর পিছু লাগে এবং বিভিন্ন সময় খারাপ প্রস্তাব দিতে থাকে।
আরও পড়ুন : ধর্ম ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!
সুবল দাস গত ৬ মাস আগে ওই নারীর বাড়িতে আসে। বাড়িতে কোন লোকজন না থাকায় ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কৌশলে কিছু নগ্ন ছবি মোবাইলে ধারণ করে। পরে সেই নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সুবল তার বাড়িতে নিয়ে ওই নারীকে ডেকে আবার ধর্ষণ করে। এছাড়াও নগ্ন ছবি ইন্টারনেটে ছাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় এবং একাধিকবার ধর্ষণ করে।
গত ২৯ ফেব্রæয়ারী বৃহস্পতিবার আসামী সুবল দাস ভ‚ক্তভোগী নারীর সন্তানকে আটকের কথা বলে এবং সন্তানকে মেরে ফেলার হুমকির নাটক করে। পরে বিষয়টি জানতে পেরে সন্তানকে বাঁচানোর জন্য ওই নারী আসামীর বাড়িতে ছুটিয়া আসলে আবার তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি নারীর পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ভ‚ক্তভোগী ওই নারী বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন।
ভ‚ক্তভোগী ওই নারী জানায়, সুবল দাস আমাকে সর্বশান্ত করে দিয়েছে। আমি তার কারণে অনেকবার আতœহত্যা করতে গিয়েছি। আমি হাত থেকে বাঁচতে চাই। আমাকে বাঁচান।
মামলার আসামী সুবল দাস বাবু বলেন আমার সাথে তাদের সম্পর্কটা ভাই-বোনের। তারা আমার কাছ থেকে লাভের উপর টাকা নেয়। সেই টাকা এখনো পরিশোধ করেনি। টাকা চাইতে গেলে তারা এখন নাটক করছে।
বাদি পক্ষের আইনজীবী তোফায়েল হোসেন বলেন আসামী সুবল দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের আদালত অভিযোগ দাখিল করলে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে সংশ্লিষ্ট থানা পুলিশকে এফআইআর ভ‚ক্ত করার নির্দেশ দেন।
https://slotbet.online/