• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

মামলা থেকে অব্যাহতি পেলেন ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিক

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ঠাকুরগাঁওয়ের তিন কলম সৈনিক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান ও রংপুর জজ কোর্টের আইনজীবী ফাহিম আহম্মেদ ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোতালেব হোসেন এ রায় দেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া সংবাদিকরা হলেন- জাগো নিউজ২৪.কমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু , দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও বাংলানিউজ.কমের  ঠাকুরগাঁও প্রতিনিধি রহিম শুভ।

জানা গেছে, ২০২১ সালের জুলাই মাসে ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ চপল বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/ ৩১(১)/ ৩৫(১) ধারায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়,  ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের অপকর্ম ঢাকতে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ উল্লেখ করে মামলাটি দায়ের করেন ।

তবে, ২০২১ সালের ৫ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ২৪.কম, বাংলা নিউজ.কম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়। কিন্তু অন্যান্যদের বিরুদ্ধে মামলা না হলেও খড়গ নেমে আসে এই তিন সাংবাদিকের উপর।

সেই দায়েরকৃত মামলায় তানভীর হাসান তানু‌কে গ্রেপ্তার করে পুলিশ। পরে দেশব‌্যাপী সাংবা‌দিকসহ সর্বমহলে প্রতিবাদের ঝড় উঠে। প‌রে অনেক নাটকীয়তার পর ২০ ঘণ্টার ব‌্যবধা‌নে তানু‌কে জা‌মিন দেন আদালত।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ্ আল নোমান বলেন, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোনো তথ্য ও প্রমাণাদি উপস্থিত না করতে পারায় আসামিদের বে খসুর খালাস দিয়েছেন আদালত। এ রায়ে আমরা খুশি।

এ ইসলাম/টাঙ্গন টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
HTML Snippets Powered By : XYZScripts.com
https://slotbet.online/
HTML Snippets Powered By : XYZScripts.com