• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি ভূমি সহকারী কর্মকর্তার দুর্নীতি তদন্তে, কর্মকর্তা নিয়োগ ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু আদিবাসীদের নিয়ে দিনব্যাপী ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত সাংস্কৃতিক চর্চার আরেক প্রাণ পুরুষ রবিউল আজম ঠাকুরগাঁয়ে একটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন বন্যার্তদের ৪ লাখ টাকা দিলেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা খুলনা জুট ওয়ার্কার্স ইনষ্টিটিউটের সম্পত্তি  রক্ষায় সভা অনুষ্ঠিত এমপি’র ছোঁয়ায় শত কোটি টাকার মালিক মুক্তা রাণী ! বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণপূর্বক পুনর্বাসনের আহবান কৃষি উপদেষ্টার শত কোটি টাকার মালিক কে এই ন্যাংড়া স্বপন !

ঠাকুরগাঁওয়ে আইএফআইসি ব্যাংকের শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

Reporter Name / ২৭৩ Time View
Update : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আইএফআইসি ব্যাংকের শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের ১৮৭ তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে ঠাকুরগাঁও শাখা। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখার যাত্রা শুরু হলো।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে আইএফআইসি ঠাকুরগাঁও শাখার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও বেসরকারি সংস্থা ইকো স্যোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহা. শহীদ উজ জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ মো: রফিকুল ইসলাম রফিক।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজার ব্রাঞ্চ বিসনেজ ডিভিশন জয়নাল আবেদীন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম জিয়াউদ্দিন আকবর জিয়া, আইএফআইসি ব্যাংকের দিনাজপুর ব্রাঞ্চ ম্যানেজার রবিউল ইসলাম, রংপুর ব্রাঞ্চ ম্যানেজার মাহমুদা খাতুন, পঞ্চগড় ব্রাঞ্চ ম্যানেজার তানভীর হায়দান তনু, ঠাকুরগাঁও ব্রাঞ্চ ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান, সেতাবগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার তারিকুল ইসলাম, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: মোদাচ্ছের হোসেন ও সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ি আবদুস সালাম প্রমুখ। পরে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সে সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখা’র সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: শামীম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আফরোজ মাহমুদ বিপুসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আইএফআইসি ব্যাংকের পঞ্চগড় ব্রাঞ্চ ম্যানেজার তানভীর হায়দান তনু ও ঠাকুরগাঁও ব্রাঞ্চ ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান পৃথকভাবে জানান, আইএফআইসি ব্যাংকের ১৮৭ তম শাখা হিসেবে যাত্রা শুরু করেছে ঠাকুরগাঁও শাখা। আইএফআইসি ব্যাংকের আধুনিক ও সাশ্রয়ী সেবা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন এ শাখার যাত্রা শুরু হলো।

আমরা ব্যবসায়িসহ সব ধরণের গ্রাহকদের ও সকল শ্রেণী পেশার মানুষকে সর্বোচ্চ ও উত্তম সেবার মাধ্যম্যে এই ব্যাংকের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং আইএফআইসি ব্যাংকের সর্বোচ্চ ব্যাংকিং সেবা ও পেশাদারিত্ব প্রদানের মাধ্যম্যে এই ব্যাংকে ব্যাংকিং সেক্টরে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো বলেও জানান এই দুই ব্যাংকার।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংকের সারাদেশে প্রায় ১৩৬০টি শাখা ও উপ-শখা রয়েছে। এর মধ্যে প্রায় ১৮৭ টি শাখা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/