ঠাকুরগাঁও প্রতিনিধি : জলবাযু পরর্বিতন ও দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ক দুইদিন ব্যাপী প্রশক্ষিণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) জেলা কৃষি সম্প্রসারণ অধদিফতরের উপ পরচিালক সরিাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে আরডিআরএস বাংলাদশে ঠাকুরগাঁওয়ের প্রশক্ষিণ কেন্দ্রে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাসলিটিটের হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের মাস্টার ট্রেইনার কাজি নাসরি উদ্দনি ও সাব্বরি হোসনে পরাগ, আরডিআরএস বাংলাদশে এর টকেনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) রবিউল আলম। এতে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন ফেডারেশানের ভলান্টিয়ার সদস্যগণ অংশ নিয়েছেন।
প্রশক্ষিণে, জলবায়ু পরিবর্তন, বিভিন্ন প্রকার দুর্যোগ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের সম্ভাব্য কারণ, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, দুর্যোগে সাড়া প্রদান, পুর্ণবাসন, প্রতিরোধ, প্রশমন হ্রাসকরণ প্রস্তুতি, প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে তুলনামূলক বিশ্লেষণসহ দুর্যোগের ঝুঁকিপুর্ণ উপাদান সমূহ চিহ্নিতকরণ, ফেডারশেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যাবলী ও এর আর্থিক উৎস ও ব্যবস্থাপনা, কৃষিতে দুর্যোগ প্রতিরোধসহ বিষয় ভিত্তিক আলোচনা, দিক নিদের্শনা ও ধারণা প্রদান করা হচ্ছে।
আরডিআরএস বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/