ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে ঠাকুরগাঁওয়ে তুলা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আবু ইলিয়াস মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা বেলায়েত হোসেন, বীজ উৎপাদন বিশেষজ্ঞ ডা. হারুন উর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃঞ রায়, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে ৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে ৮ লক্ষ টাকার উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ঠাকুরগাঁওয়ে প্রথম তুলা চাষের উদ্বোধন করেছিলেন।
https://slotbet.online/
If blood glucose is effectively controlled, this dose may be used for maintenance treatment can i buy cialis without a prescription Mestane also reduced the risk of contralateral breast cancer, although the effect was no longer statistically significant in this observed study period hazard ratio 0