টাঙ্গন ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)-র পরিচালক রবিউল আজম আর নেই। তিনি শনিবার (৩১ আগষ্ট) ভোর ৩ টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস তাগ করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান, নাতি-নাতনী বন্ধু বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি সিপিবির সঙ্গেও জড়িত ছিলেন এবং সিপিবি শহর শাখার সদস্য ছিলেন।তিনি উদীচি শিল্পীগোষ্টি ঠাকুরগাঁও ইউনিটের উপদেষ্টা ছিলেন।
তিনি জীবনের শেষদিন পর্যন্ত মানুষের কল্যাণে বিশেষ করে নারী ও দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়নে সংগ্রাম করে গেছেন। তার পরিচালিত মানব কল্যাণ পরিষদ (এমকেপি) জেলার নারী উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করে আসছে।
শনিবার বাদ মাগরিব ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ২য় জানাযার নামাজ সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা গোরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়। তার জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার শমসের নগর গ্রামে।
রবিউল আজম ছিলেন সবসময় হাসি-খুশী। গল্প, আড্ডা আর ভাবনার বৈচিত্রতায় তাঁর ছিল প্রগতিশীলতার চিন্তা। তিনি সময় নাট্যচর্চায় অনুপ্রেরণার কথা বলতেন। তিনি ছিলেন ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক চর্চার আরেক প্রাণ পুরুষ। নিঃস্বার্থ ভাবে মানুষের প্রয়োজনে তিনি ছিলেন নিবেদিত। তিনি উদার-প্রচারবিমুখ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন স্থরের মানুষ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/