ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে গণশুনানি হয়েছে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসি’র উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ গণশুনানি হয়।
সকাল সাড়ে ১১টায় নেসকো’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নেসকোর বিভিন্ন পর্যায়ের বিদ্যুৎ গ্রাহক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে গ্রাহকদের কাছ থেকে সেবার মান উন্নয়ন কল্পে পরামর্শ এবং বিভিন্ন পর্যায়ের অভিযোগ শোনেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) পিএলসির বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম।
উন্মুক্ত আলোচনায় গ্রাহকরা ভুতুরে বিল, ডিমান্ড চার্জ, মিটার রিডিংয়ের সাথে বিদ্যুৎ বিলের মিল থাকাসহ বিভিন্ন তুলে ধরেন। তবে বিদ্যুৎ বিল একটিও যাচাই না করে করা হয় না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/