খুলনা ব্যুরো: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে কয়রা পাইকগাছা ও দাকোপের অধিকাংশ এলাকা। উপকূলীয় ভেঁড়ী বাঁধের অন্তত ২৫ টি স্থান ভেঙ্গে পানি ঢুকছে লোকালয়ে।
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ন দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের ৪ টি দ্বীপের ৪ টি পোল্ডার প্লাবিত হয়েছে।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান ২০নং,২১নং,২২নং ও ২০/১নং পোল্ডারে ৯টি ওয়ার্ড ও ২১ টি গ্রামে প্লাবতি হয়ে অনেক মানুষ বানভাসী হয়েছে।ঘরবাড়ী গাছপালা ফসল সহ অবকাঠামো ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে।চক্রিবক্রি দক্ষিন পতিরক্ষা বাঁধ সহ সর্বমোট ১২ টি স্থানে ওয়াপদা ভেড়িবাঁধ ভেঙে এবং প্লাবিত ।
খুলনা জেলার অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/