হিলি (দিনাজপুর) প্রতিনিধি : হাইকোর্টের নির্দেশনায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
শুক্রবার (৭ মাচ) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দিনাজপুর পরিবেশ অধিদপ্তর।
এ সময় ডাবলু আর এস ব্রিকস নামের একটি অনুমোদনহীন ইটভাটা গুড়িয়ে দেন। দিনাজপুর জেলা প্রশাসক এর ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
এসময় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়াসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর জেলা প্রশাসক এর ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাহেল আহমেদ বলেন, নবাবগঞ্জ উপজেলায় ২৮ টি ইটভাটা রয়েছে তার মধ্য ২২ টি ইটভাটাই অবৈধ। অভিযানে প্রথম দিনে একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।
এ ইসলাম /টাঙ্গন টাইমস
https://slotbet.online/