দিনাজপুর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোনের আওতায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।
মাঠ দিবস উপলক্ষে শনিবার (৯ নভেম্বর) তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের (১ম সংশোধিত) সহযোগিতায় দিনাজপুর সদর ইউনিট নয়নপুরে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবু ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফখরে আলম ইবনে তাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা পহিদা বেগম, তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার দিনাজপরের তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক শাহ, তুলা উন্নয়ন বোর্ড দিনাজপুর সদর ইউনিটের কটন ইউনিট অফিসার (ইনচার্জ) কামরুন্নাহার প্রমুখ।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফখরে আলম ইবনে তাবিব বলেন বস্ত্র শিল্পে তুলার গুরুত্ব অপরিসীম। এ সময় তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে তুলা চাষের প্রয়োজনিয়তা, কৃষকের আর্থ সামাজিক উন্নয়নে তুলার গুরুত্বের বিষয়টি সকলের সামনে তুলে ধরেন।
উপ-পরিচালক আবু ইলিয়াস মিয়া বলে তুলাভিত্তিক শস্য বিন্যাসে ফসল নির্বাচনে বিবেচ্য বিষয় এবং তুলার সাথে অন্যান্য সাথী প্রতিযোগী ফসলের আয়-ব্যায়ের তুলনামূলক চিত্র তুলে ধরেন।
প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার বলেন তুলা ফসল উৎপাদনে করণীয় বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ ইসলাম/টাঙ্গন টাইমস
https://slotbet.online/